Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

রূপকল্প (Vision)

মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি।

অভিলক্ষ্য (Mission)

মৎস্য ও চিংড়িসহ অন্যান্য জলজসম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ট জনগোষ্ঠীর অংগ্রহণে উন্মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষি, তথা বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন।

ভিশন ও মিশন

১. মাছের উৎপাদন আগের তুলনায় ২৫% বৃদ্ধিকরণ।

২. জনপ্রতি মাছের প্রাপ্ততা ৪৫ গ্রাম থেকে ৬০ গ্রামে উন্নীতকরণ।

৩. বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র হ্রাস এবং মৎস্য চাষে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ।

৪. মৎস্যচাষী ও মৎস্যজীবীদের আয় ২০% বৃদ্ধিকরণ।

৫. দেশীয় ও আন্তজাতিক বাজারে নিবাপদ খাদ্য সরবরাহের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ।

৬. মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবীদের মাঝে পরিবেশ বান্ধব জাল বিনিময়।

৭. ‍উন্মুক্ত জলাশয়ে মাছের ‍উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্তকরণ।

৮. সকল ভোক্তার স্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ফরমালিন মুক্ত মাছ বাজারে সরবরাহ নিশ্চিতকরণ ।

৯. প্রজনন মৌসুমে মৎস্য জীবীদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক প্রকল্প গ্রহণ। 

১০. স্থানীয় পর্যায়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অভয়াশ্রম স্থাপন।

১১. পতিত পুকুর সংস্কাারের মাধ্যমে মাছের ‍উৎপাদন বৃদ্ধিকরণ।

১২. বিল নার্সারি স্থাপন ও পরিচালনা।

১৩. প্রাকৃতিক মৎস্য প্রজনন উন্নয়ন ও সংরক্ষণ।

১৪. উন্নত মাছ চাষ ব্যবস্থাপনার প্রবর্নন।

১৫. প্লাবনভূমিতে সমাজভিত্তিক মাছচাষ প্রবর্তন।

১৬. মৎস্য আইনসহ অন্যান্য আইন বাস্তবায়নের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিকরণ।

১৭. আধুনিক মাছ চাষের উপর প্রশিক্ষণ প্রদান।